টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের কাছে হার নিশ্চিত হওয়ার পরেই বড় সিদ্ধান্ত নিল নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজ়ের শেষ দুই ম্যাচের আগে দল থেকে বাদ দেওয়া হল দুই ক্রিকেটার—পেসার ক্রিশ্চিয়ান ক্লার্ক এবং ওপেনার টিম রবিনসনকে। তাঁদের জায়গায় দলে যোগ দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম, গতিময় পেসার লকি ফার্গুসন এবং উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট। পাশাপাশি শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন আরেক ওপেনার ফিন অ্যালেন।
এই সিরিজ়েই নিউ জ়িল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছিল ক্রিশ্চিয়ান ক্লার্কের। নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন তিনি। সেই ম্যাচে চার ওভার বল করে ৪০ রান দিয়ে একটি উইকেট নেন ক্লার্ক। যদিও তাঁর বোলিংয়ে বিশেষ ধারাবাহিকতা দেখা যায়নি। একই ম্যাচে ওপেনার হিসেবে খেলেন টিম রবিনসন। ১৫ বল খেলে ২১ রান করেন তিনি, তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন। দ্বিতীয় ম্যাচ থেকেই এই দুই ক্রিকেটারকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। তাঁদের পরিবর্তে সুযোগ পান ম্যাট হেনরি এবং টিম সেইফার্ট। তৃতীয় ম্যাচেও সেই পরিবর্তন বজায় রাখা হয়েছিল।
নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে চলা টি-টোয়েন্টি সিরিজ়ের দল থেকে ক্লার্ক ও রবিনসনকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বোর্ড জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বিশ্বকাপের মূল দলে যাঁরা রয়েছেন, তাঁদের ধীরে ধীরে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই কারণেই নিশাম, ফার্গুসন এবং সেইফার্টকে আবার ভারতের সফরের দলে ফিরিয়ে আনা হয়েছে।
মূলত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না থাকাতেই ক্লার্ক ও রবিনসনের সিরিজ় শেষ হয়ে গেল। ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট শুরুতে দলে না থাকায় তাঁদের পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন রবিনসন। একইভাবে ম্যাট হেনরি না থাকায় দলে জায়গা হয়েছিল ক্লার্কের। তবে বিশ্বকাপের মূল পরিকল্পনায় তাঁরা না থাকায় সিরিজ়ের মাঝপথেই তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।
বিশেষ করে ফিন অ্যালেনের দলে ফেরা নিউ জ়িল্যান্ড শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে। বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকার কারণে ভারতের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে পার্থ স্কর্চার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই বিধ্বংসী ওপেনার। এবারের বিগ ব্যাশে ৪৬৬ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রানসংগ্রাহক হন অ্যালেন এবং তাঁর দলকে চ্যাম্পিয়ন করান। সেই টুর্নামেন্ট শেষ করেই ভারতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
বুধবার তিরুঅনন্তপুরমে ভারতের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশে ফিন অ্যালেনকে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপের ঠিক আগে দলের শক্তি ও কম্বিনেশন যাচাই করার শেষ সুযোগ হিসেবে এই ম্যাচকে দেখছে কিউই শিবির। তাই অভিজ্ঞ ও বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের দিয়েই সিরিজ় শেষ করতে চাইছে নিউজিল্যান্ড ।

