দুর্গাপুর: দুর্গাপুরে সাতসকালে নয়ানজুলিতে গাড়ি উল্টে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত হলেন আরও একজন। দুর্ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের দানা বেঁধেছে। অবিলম্বে নয়ানজুলিতে ভাঙা গার্ডওয়াল সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নডিহা নারায়ণ কালীবাড়ি সংলগ্ন এলাকায়। মৃতের নাম সৌমিত্র রায় (২২)। সৌমিত্রর দুর্গাপুর বিহারপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় চার চাকা গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় সৌমিত্রর। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয় গাড়ির এক আরোহী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। ঘণ্টা খানেক পর স্থানীয়দের তৎপরতায় পুলিশ গাড়িটি, মৃত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, এই নয়ানজুলির গার্ডওয়াল দীর্ঘ কয়েক বছর ধরে বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা সরু হওয়ায় এই গার্ডওয়ালের ভাঙা অংশ দিয়ে নয়ানজুলিতে গাড়িটি পড়ে যায়। দুর্ঘটনার কবলে পরে গাড়িতে সওয়ার যাত্রীরা। মর্মান্তিক পরিণতি ঘটল এদিন বলে জানান স্থানীয়রা। অবিলম্বে এই গার্ডওয়াল সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। নয়ানজুলির এই রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস চলে। গুরুত্বপূর্ণ এই রাস্তা এখন মারণফাঁদে পরিণতে হয়ে বসেছে বলে মত স্থানীয়দের। সবাই দেখে না দেখার ভান করে বসে রয়েছে। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এখানে। প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়। অবিলম্বে এই নয়ানজুলিতে গার্ডওয়াল সংস্কার না হলে আন্দোলনে নামবেন তারা বলে হুঁশিয়ারি দেন।