মেট্রো যাত্রীদের জন্য সুখবর, পরীক্ষামূলকভাবে চালু রিটার্ন কিউআর কোডেড পেপার টিকিট

কলকাতা : মেট্রো যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেলওয়ে। শনিবার থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোর সমস্ত করিডরে চালু করা হয়েছে ‘রিটার্ন কিউআর কোডেড পেপার টিকিট’ ব্যবস্থা।

এই ব্যবস্থার ফলে যাত্রীরা ফেরার পথে আলাদা করে মেট্রো কাউন্টার থেকে টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি পাবেন।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা একবার টিকিট কেটে একই টিকিট ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তবে শর্ত রয়েছে, রিটার্ন জার্নি অবশ্যই টিকিটে উল্লেখিত তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে। তাই যাত্রীদের টিকিটটি নিরাপদে সংরক্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই নতুন ব্যবস্থার ফলে স্টেশনে ভিড় কমবে এবং যাত্রীদের সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অফিসযাত্রী ও নিয়মিত যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা অত্যন্ত উপযোগী হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের চলাচলের গতি ও স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলেও দাবি করা হয়েছে।পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই পরিষেবার সাড়া কেমন হয়, তার উপর ভিত্তি করে ভবিষ্যতে স্থায়ীভাবে এই ব্যবস্থা চালু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেট্রো সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =