বিজেপি ও তৃণমূলের থেকে সমান দূরত্ব রাখার বার্তা হুমায়ুন কবীরের

বারাসত : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় দলের থেকেই সমান দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন পদত্যাগী তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। শনিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় ধারাবাহিক ইনডোর জনসভা করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন মুর্শিদাবাদের এই বিধায়ক।

সভামঞ্চ থেকে বিজেপির রাজ্য নেতৃত্বের কড়া সমালোচনা করেন হুমায়ুন কবীর। তিনি দাবি করেন, বিজেপির মধ্যেই মুসলমান বিরোধিতার মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি ‘বেশি মুসলমান বিরোধী’ ও ‘কম মুসলমান বিরোধী’ নেতাদের একটি তালিকার কথা উল্লেখ করেন, যা কার্যত বিজেপির রাজ্য নেতৃত্বের অন্দরে নতুন করে বিভেদের ইঙ্গিত দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

তৃণমূল কংগ্রেস প্রসঙ্গেও তিনি বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সংখ্যালঘু মুসলমান সমাজের স্বার্থ রক্ষা করাই তাঁর মূল লক্ষ্য। সবকিছু সময়ের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান মানুষকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হওয়ার বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 20 =