পুরুলিয়া : পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার অন্তর্গত মুকুরুপ গ্রামের কাছে রাস্তার ধার থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম সনাতন মাহাতো (৫৫)। তিনি বাঘমুণ্ডি থানার পেড়ে তোড়াং গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনি মাংস কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু রাত বাড়লেও তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন।
বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর রাস্তার ধারে তাঁর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ আধিকারিকদের মতে, প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট যে মৃত্যুটি স্বাভাবিক নয় এবং খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই হত্যার নেপথ্যে কী কারণ রয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতের পারিবারিক সম্পর্ক, কোনও পুরনো শত্রুতা বা অন্য কোনও দিক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সবকটি দিক থেকে তদন্ত শুরু করেছে।

