ভারতীয় ক্রিকেটে কি কোচ বনাম সিনিয়র প্লেয়ার দ্বন্দ্ব ? কি ইঙ্গিত গম্ভীরের ?

ভারতীয় ক্রিকেটে কি সত্যিই ‘গৃহযুদ্ধ’ চলছে? কোচ গৌতম গম্ভীরের সাম্প্রতিক মন্তব্য সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনে দিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয়ের পর গভীর রাতে করা তাঁর এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে স্পষ্ট ইঙ্গিত—যেভাবে তাঁকে নিয়ে প্রচার করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার থেকে অনেকটাই আলাদা। গম্ভীর কার্যত জানিয়ে দিয়েছেন, কোচ হিসেবে তাঁর হাতে যে ‘অসীম ক্ষমতা’ রয়েছে বলে ধারণা তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভ্রান্ত। বরং তাঁকে নিজের লোকেদের বিরুদ্ধেই লড়াইয়ে নামিয়ে দেওয়া হচ্ছে—এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে, যা তাঁকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে।

এই বিতর্কের সূত্রপাত কংগ্রেস সাংসদ শশী থারুরের একটি পোস্ট থেকে। নাগপুরে গম্ভীরের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে থারুর লিখেছিলেন, দেশের সবচেয়ে কঠিন চাকরিগুলোর মধ্যে একটি এখন গম্ভীরের কাঁধে। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের সমালোচনার মুখে পড়েও তিনি নীরবে, শান্তভাবে নিজের কাজ করে যাচ্ছেন—এটাই তাঁর শক্তি। গম্ভীর সেই পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, সব বিতর্কের অবসান হলে কোচের ক্ষমতা নিয়ে যুক্তি ও সত্য সামনে আসবে। ততদিন তাঁকে যেভাবে ‘নিজেদের লোকেদের বিরুদ্ধে’ দাঁড় করানো হচ্ছে, সেটাই তিনি উপভোগ করছেন।

গম্ভীরের এই কথার মধ্যে স্পষ্ট ক্ষোভ আছে। সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে বারবার এমন একটি ছবি তুলে ধরা হয়েছে, যেন তিনি দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন, ড্রেসিংরুমে দ্বন্দ্ব চলছে, এবং ভারতীয় ক্রিকেট একপ্রকার গৃহযুদ্ধের পথে। গম্ভীরের বক্তব্য অনুযায়ী, এই ধারণাগুলোর বেশিরভাগই বাস্তব নয়, বরং অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বুঝিয়ে দিতে চান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোচ একা নন, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সম্মিলিত ভাবনাই সেখানে কাজ করে।

তবে এটাও অস্বীকার করা যায় না যে কোচ হিসেবে গম্ভীর এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। টেস্ট ক্রিকেটে তাঁর অধীনে ভারতের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। ওয়ানডেতেও প্রত্যাশা অনুযায়ী ফল আসেনি। একমাত্র টি-২০ ফরম্যাটেই দল তুলনামূলকভাবে স্থিতিশীল ও সফল। সামনে টি-২০ বিশ্বকাপ থাকায় এই ফরম্যাটেই আপাতত তাঁর কিছুটা স্বস্তি রয়েছে। কিন্তু ভারতের মতো ক্রিকেট-পাগল দেশে সামগ্রিক ফলাফলের ভিত্তিতেই কোচের বিচার হয়—এটাই বাস্তব।
এই প্রেক্ষাপটে গম্ভীরের মন্তব্যকে শুধু আত্মপক্ষ সমর্থন হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে ভারতীয় ক্রিকেটে কোচের ভূমিকা, ক্ষমতা এবং সীমাবদ্ধতা নিয়ে বৃহত্তর এক বিতর্কের ইঙ্গিত দেয়। গম্ভীর হয়তো বোঝাতে চাইছেন, তাঁকে কেন্দ্র করে যে ‘গৃহযুদ্ধ’-এর গল্প ফাঁদা হচ্ছে, তা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই ক্ষতিকর। সামনে বিশ্বকাপ। সেই লক্ষ্যেই এখন তাঁর সমস্ত মনোযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =