সামনে নাগাল্যান্ড, আত্মবিশ্বাসী সঞ্জয় সেনের বাংলা

বুধবার সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে নাগাল্যান্ডের মুখোমুখি হবে বাংলা। তার আগে ডিব্রুগড়ের মিলন জ্যোতি প্যাভিলিয়নে শেষ মূহুর্তের অনুশীলন সারল বাংলা দল। এদিন গা ঘামানোর পর, কিছুক্ষণ রন্ডো করে সিচুয়েশন প্র‍্যাক্টিস হয়। পাশাপাশি কোচ সঞ্জয় সেন জোর দেন সেটপিসের উপর। কোচের ভরসা রবি হাঁসদা দলের অধিনায়ক, দায়িত্ব বেড়েছে তার। বিএসএল ছেড়ে সন্তোষ ট্রফি খেলতে এসেছে, সেই দায়বদ্ধতা দেখানোর পুরস্কার পেলেন রবি। এদিন তেমনটাই জানালেন সঞ্জয় সেন। পাশাপাশি তিনি বলে দিলেন, বাংলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাংলার বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবে বাকি দলগুলি। সেই কথা মাথায় রেখেই ছেলেদের আরও সতর্ক হয়ে খেলার পরামর্শ দিচ্ছেন কোচ সঞ্জয় সেন।

রবি ছাড়াও প্রথম একাদশে চমক হতে পারেন ফরোয়ার্ড উত্তম হাঁসদা। মাঝমাঠে শ্যামল বেস্রা, প্রশান্ত দাস, দুই উইংয়ে সায়ন ব্যানার্জি, আকাশ হেমরাম এবং সেন্টার ব্যাক চাকু মান্ডি ও জুয়েল আহমেদ মজুমদার। সাইডব্যাকে সুমন দে ও বিক্রম প্রধান। গোলকিপারে গৌরব সাউয়ের খেলার সম্ভাবনাই বেশি। সম্ভবত এই ছকেই নাগাল্যান্ড বধ করতে মাঠে নামবে সঞ্জয় সেনের বাংলা। ডিব্রুগড় শহর থেকে ঢাকুয়ানা স্টেডিয়ামের দূরত্ব প্রায় ৭৬ কিমি। দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে পৌঁছতে। এত দূরত্ব পেরিয়ে মাঠে পৌঁছে ৯০ মিনিট ম্যাচ খেলা এবং তারপর আবার হোটেলে ফেরা। ফুটবলারদের পক্ষে বেশ কষ্টসাধ্য ব্যাপার। বিষয়টি নিয়ে কোচ সঞ্জয় সেনও বেশ ক্ষুদ্ধ। তিনি বলেন, “এআইএফএফ টেকনিক্যাল কমিটিতে অনেক বড় বড় নাম রয়েছে। তাদের ভূমিকা কি সেই নিয়ে সন্দেহ রয়েছে আমার। এই পরিস্থিতির কোনও সমাধান নেই। আমাদের এর মধ্যেই ম্যাচ খেলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =