২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিআইএসএফ-এর ‘বন্দে মাতরম’ সাইক্লোথন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা : ‘’সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত”—এই লক্ষ্যকে সামনে রেখে ২৮ জানুয়ারি শুরু হচ্ছে সিআইএসএফের বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন–২০২৬। দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি অভিযানের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই- সিআইএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে।

সোমবার সাংবাদিক সম্মেলন করে সিআইএসএফ-এর আইজি শিখর সহায় জানিয়েছেন যে ৬,৫৫৩ কিলোমিটার দীর্ঘ এই ২৫ দিনের যাত্রায় পশ্চিমে গুজরাটের লাখপত কেল্লা ও পূর্বে বকখালি থেকে রওনা হয়ে দুই দল মিলিত হবে কোচিতে।

১৩০ জন সিআইএসএফ কর্মী, যার মধ্যে ৬৫ জন নারী, কঠোর প্রশিক্ষণ শেষে এই অভিযানে নামছেন। পাঁচ দশক ধরে বন্দর ও উপকূলীয় পরিকাঠামো রক্ষার দায়িত্বে থাকা বাহিনী এবার জাতীয় ঐক্য ও নিরাপত্তা সচেতনতার বার্তা পৌঁছে দেবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর ডিআইজি কে. প্রতাপ সিং ও ডিআইজি অজয় কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 2 =