বিসিবির সব প্রস্তাবই নাকচ আইসিসির ! দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার

টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে সংঘাত স্পষ্ট হয়ে উঠছে। নিজেদের অবস্থানে অনড় বিসিবি এখনও পর্যন্ত জানিয়ে দিয়েছে, তারা কোনওভাবেই ভারতে এসে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয়। নিরাপত্তাজনিত উদ্বেগকেই প্রধান কারণ হিসেবে তুলে ধরছে বাংলাদেশ বোর্ড।

এই জট কাটাতে বিসিবির তরফে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে—প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। শনিবার ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসির দুই শীর্ষ কর্তা। সেই বৈঠকেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বোর্ড চিন্তিত এবং সে কারণে দল পাঠানো সম্ভব নয়। বিকল্প হিসেবে আইসিসির কাছে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশকে অন্য গ্রুপে খেলানোর বিষয়টি বিবেচনা করা হোক।
বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। সেই গ্রুপে তাদের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি। সূত্রের খবর, বিসিবি চাইছে গ্রুপ বি-তে থাকা আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে পাঠানো হোক। আর আয়ারল্যান্ডকে রাখা হোক গ্রুপ সি-তে। গ্রুপ বি-তে ইতিমধ্যেই রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের দাবি, এই রদবদল করলে সূচিতে খুব বেশি পরিবর্তন করতে হবে না। তবে আইসিসি এখনও পর্যন্ত এই প্রস্তাব নিয়ে কোনও সরকারিভাবে প্রতিক্রিয়া দেয়নি। বরং সংস্থার অন্দরমহলে এই প্রস্তাব বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ, গ্রুপ বদলের ক্ষেত্রে সংশ্লিষ্ট আরও সাতটি দলের সম্মতি প্রয়োজন, যা পাওয়া সহজ নয়।
আইসিসির ধারণা, এমন সিদ্ধান্ত নিলে বড় ধরনের লজিস্টিক্যাল সমস্যার মুখে পড়তে হতে পারে। পাশাপাশি জানা যাচ্ছে, আয়ারল্যান্ডও গ্রুপ বদলের বিষয়ে একেবারেই রাজি নয়। সব মিলিয়ে পরিস্থিতি যা, তাতে বাংলাদেশের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করার দিকেই এগোচ্ছে আইসিসি। আগামী সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 4 =