বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন, পশ্চিমবঙ্গকে ৩,২৫০ কোটি টাকার উপহার প্রধানমন্ত্রীর

মালদা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার হাওড়া-গুয়াহাটি রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। এর ফলে হাওড়া ও গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় ১৪ ঘন্টায় কমে আসবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রীদের আরামদায়ক যাত্রার পাশাপাশি নিরাপত্তাও প্রদান করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং আঞ্চলিক প্রবৃদ্ধি বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী শনিবার দুপুরে মালদা টাউন স্টেশন থেকে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। এর পর সাহাপুর মালদা বাইপাস সংলগ্ন মাঠে আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রী ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে একটি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং শিলিগুড়িতে লোকো শেডের মানোন্নয়ন। এ ছাড়াও রয়েছে জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত এক্সপ্রেস রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং নিউ কোচবিহার-বামনহাট ও নিউ কোচবিহার-বক্সিরহাট রেললাইনের বিদ্যুতায়ন।

প্রধানমন্ত্রী এদিন বলেন, অদ্ভুত আনন্দ হয়েছে। আগে ছবিতে বিদেশের ট্রেন দেখে বলতাম, এমন ট্রেন যদি ভারতে হত। এখন ভারতে তা বাস্তবায়িত হচ্ছে। এখন বিদেশিরা ভারতের ট্রেনের ভিডিয়ো তৈরি করে সকলে পোস্ট করেন। মোদী বলেন, এই বন্দে ভারত দেশে তৈরি। দেশের মানুষের শ্রম রয়েছে। মা কালী আর মা কামাখ্যার ভূমিকে জুড়ছে এই বন্দে ভারত। দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এটি। আগামী দিনে আরও বিস্তার হবে। প্রধানমন্ত্রীর কথায়, এই আধুনিক স্লিপার ট্রেনের জন্য অভিনন্দন জানাই। রেলের আধুনিকীকরণ হচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ দেশে ১৫০টি বন্দে ভারত চলছে। আধুনিক গতির ট্রেন বাড়ছে। সুবিধা পাচ্ছেন বাংলার গরিব, মধ্যবিত্তেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 17 =