প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা, শোকস্তব্ধ ক্রিকেট মহল

প্রয়াত বাংলার ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র অজয় ভার্মা । বৃহস্পতিবার রাতে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রয়াণে বাংলার ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।

​সিএবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন অজয় ভার্মা। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকাকালীন বৃহসহ রাতেই তাঁর মৃত্যু হয়।

​ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি অফ-ব্রেক বোলিংয়েও পারদর্শী ছিলেন তিনি। ১৯৮৬-৮৭ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয় এবং প্রায় ১২ বছর ধরে তিনি বাংলা দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

​ ২৫টি ম্যাচে অংশ নিয়ে ৩টি শতরান-সহ মোট ১২৬৩ রান করেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৬২ রান। বল হাতেও সমান সফল ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর দখলে রয়েছে ৪৬টি উইকেট। ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স ৫৬ রানে ৬ উইকেট। বাংলার হয়ে তিনি ১১টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ১৯৯৭-৯৮ মরসুমে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

​ক্রিকেট ছাড়ার পরেও খেলার মাঠের সঙ্গেই যুক্ত ছিলেন অজয় ভার্মা। সিএবি-র গুরুত্বপূর্ণ প্রজেক্ট ‘ভিশন ২০২৮’-এর অন্যতম কোচ হিসেবে তরুণ প্রতিভাদের পথ দেখাচ্ছিলেন তিনি। তাঁর প্রশিক্ষণে বহু উদীয়মান ক্রিকেটার উপকৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =