গঙ্গাসাগর মেলায় বিপুল ভিড়, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে – এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু

গঙ্গাসাগর : গঙ্গাসাগর মেলায় এখনও পর্যন্ত একজন পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। মৃত ব্যক্তি অসমের বাসিন্দা মিঠু মণ্ডল। পাশাপাশি অসুস্থ হয়ে পড়া ৫ জন পুণ্যার্থীকে এয়ারলিফট করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন, মন্ত্রী, আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা রাস্তায় নেমে কাজ করছেন।

প্রশাসনিক হিসাব অনুযায়ী বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৮৫ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় উপস্থিত হয়েছেন। এটি বাংলার সবচেয়ে বড় মেলা হলেও বাংলায় আয়োজন হওয়ায় জাতীয় মেলার স্বীকৃতি পায়নি। প্রশাসনের অনুমান, রাতে আরও বহু পুণ্যার্থী আসবেন। এখনও বহু মানুষ বিভিন্ন রাস্তায় যাতায়াত করছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত পুণ্যস্নানের শুভ লগ্ন রয়েছে।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, গঙ্গাসাগর মেলা রাজনীতির জায়গা নয়। পর্যাপ্ত পরিমাণ পানীয় জল ও থাকার ব্যবস্থা করা হয়েছে। আইআইটির সাহায্যে ভাঙন রোধে কাজ করার চেষ্টা করা হয়েছে। ভিনরাজ্যের পুণ্যার্থীরাও এই ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। মেলায় প্রায় ১৫০টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় ১০ হাজার কর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =