চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার লক্ষ্যে দল ঘোষণা বাংলার

অসমে অনুষ্ঠিত হতে চলা সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য ২২ জনের দল ঘোষণা করল আইএফএ। কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখাই লক্ষ্য বাংলার। গতবার চ্যাম্পিয়ন দলের ছয়জন ফুটবলার রয়েছেন এবার। রয়েছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, জুয়েল আহমেদ মজুমদার, বিক্রম প্রধান, গতবারের অধিনায়ক চাকু মান্ডি এবং মদন মান্ডি। দলে নতুন মুখ বলতে ইউনাইটেড স্পোর্টসে মিডফিল্ডার প্রশান্ত দাস, বিকি থাপা, ডায়মন্ড হারবারের আকিব নবাব, আকাশ হেমরাম। ইস্টবেঙ্গল থেকে দলে রয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। বিজয় মুর্মু, সায়ন ব্যানার্জি, শ্যামল বেসরা, তন্ময় দাস, সুমন দে এবং গোলকিপার গৌরব সাউ। মোহনবাগান থেকে রয়েছেন দুজন, করণ রাই এবং মার্শাল কিস্কু।

মঙ্গলবার সকালে যুবভারতীর প্র‍্যাক্টিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গল সিনিয়র দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে সঞ্জয় সেনের সম্ভাব্য বাংলা দল। ০-৪ ব্যবধানে হারলেও ছেলেদের খেলায় অসন্তুষ্ট নন কোচ সঞ্জয় সেন। এই ম্যাচের পরই চূড়ান্ত ২২ জনের নাম ঠিক করে ফেলেন তিনি। সঞ্জয় সেন বলেন, “প্রস্তুতি ম্যাচ খেলা হয় নিজেদের মধ্যে কোনও ভুলত্রুটি থাকলে তা শুধরে নেওয়ার জন্য। চার গোল বলেই অনেকে বড় করে দেখছে, আমার কাছে চার গোলে হার যা, এক গোলেও তাই। এই নিয়ে বিশেষ ভাবছি না।”

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন কোচ সঞ্জয় সেনের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। “দল নির্বাচনে আমরা ওনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজের সেরাটা উপহার দেবেন বাংলার জন্য”, বলেন তিনি।

সন্তোষ ট্রফির জন্য ২২ সদস্যের বাংলা দল:

ডিফেন্ডার
১. জুয়েল আহমেদ মজুমদার
২. বিক্রম প্রধান
৩. চাকু মান্ডি
৪. মদন মান্ডি
৫. মার্শাল কিস্কু
৬. সুজিত সাধু
৭. সুমন দে

মিডফিল্ডার
৮. বিজয় মুর্মু
৯. সায়ন ব্যানার্জি
১০. শ্যামল বেসরা
১১. তন্ময় দাস
১২. প্রশান্ত দাস
১৩. আকাশ হেমরাম
১৪. বিকি থাপা
১৫. আকিব নবাব

ফরোয়ার্ড
১৬. সুময় সোম
১৭. উত্তম হাঁসদা
১৮. রবি হাঁসদা
১৯. নরহরি শ্রেষ্ঠা
২০. করণ রাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + sixteen =