আবারও পক্ষপাতিত্বের অভিযোগ কোচ গম্ভীরের বিরুদ্ধে ! সুন্দরের জায়গায় কেন বাদোনি ? প্রশ্ন নেটিজেনদে

আবারও অভিযোগ, আবারও কেন্দ্রে সেই কোচ গম্ভীরের পক্ষপাতিত্ব । সোমবার ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসাবে তরুণ ব্যাটার আয়ুষ বাদোনির নাম ঘোষণার পর থেকেই প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। তাঁদের একটাই প্রশ্ন—ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সের পরেও কোন যুক্তিতে জাতীয় দলে ডাক পেলেন বাদোনি?

ঘটনার সূত্রপাত আসলে চোট-সঙ্কট থেকেই। নিউজিল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগে চোট পান ঋষভ পন্থ। ইতিমধ্যেই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন ভারতের এই তারকা উইকেটরক্ষক। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই প্রথম ওয়ানডে চলাকালীন চোট পান ওয়াশিংটন সুন্দর। তাঁর আঘাত এতটাই গুরুতর যে গোটা সিরিজ় থেকেই ছিটকে যেতে হয়েছে অলরাউন্ডারকে। আর তখনই টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঢুকে পড়েন আয়ুষ বাদোনি।

এই সিদ্ধান্তকেই কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। চলতি বিজয় হাজারে ট্রফিতে একেবারেই ছন্দে ছিলেন না দিল্লির এই তরুণ ব্যাটার। তিন ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান—যা জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। যদিও রনজি ট্রফিতে তিনটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। দলীপ ট্রফিতেও রান পেয়েছেন। কিন্তু ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, সাম্প্রতিক ফর্মই হওয়া উচিত ছিল নির্বাচনের প্রধান মাপকাঠি। সেই জায়গাতেই বাদোনি পিছিয়ে ছিলেন।
আর এখানেই উঠে আসছে গৌতম গম্ভীরের নাম। নেটিজেনদের একাংশের দাবি, গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন, তখন থেকেই বাদোনিকে বিশেষভাবে পছন্দ করতেন। সেই ব্যক্তিগত পছন্দই কি এখন জাতীয় দলের দরজা খুলে দিল তাঁর জন্য? ‘গম্ভীরের চোখের মণি’ বলেই কি এই সুযোগ—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ায়।

বিতর্ক আরও ঘনীভূত হয়েছে ভূমিকা বিভ্রান্তি নিয়ে। ওয়াশিংটন সুন্দর একজন স্পিন অলরাউন্ডার। মাঝেমধ্যে ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার পাশাপাশি বল হাতেও তিনি কার্যকর। সেখানে বাদোনি মূলত একজন ব্যাটার। মাঝেমধ্যে বল করলেও তাঁকে অলরাউন্ডার বলা যায় না। যখন অক্ষর প্যাটেলের মতো অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার দলে রয়েছেন, তখন সুন্দরের পরিবর্ত হিসাবে কেন বাদোনিকেই বেছে নেওয়া হল—এই প্রশ্নও তুলেছেন অনেকে।

তবে সব সমালোচনার মধ্যেও একাংশের মত, বাদোনির প্রতিভা নিয়ে সন্দেহ নেই। জাতীয় দলে খেলার যোগ্যতা তাঁর রয়েছে। কিন্তু প্রশ্নটা সময় নিয়ে। অনেকের মতে, তাঁকে নিয়ে অযথা তাড়াহুড়ো করেছে টিম ম্যানেজমেন্ট। আরও কিছুটা সময় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর পর সুযোগ দিলে এই বিতর্ক তৈরি হত না।

উল্লেখ্য, এই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন আয়ুষ বাদোনি। স্বপ্নের সেই মুহূর্ত আনন্দে ভাসার কথা থাকলেও, তার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেল পক্ষপাতিত্বের অভিযোগ। এখন দেখার, মাঠের পারফরম্যান্স দিয়ে এই সব প্রশ্নের জবাব দিতে পারেন কি না তরুণ ব্যাটার। কারণ শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটে কথা বলে শুধু একটাই জিনিস—রান আর উইকেট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =