বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

শিলিগুড়ি : কফিনে বন্দি হয়ে নিজের প্রিয় পাহাড়ে ফিরলেন ইন্ডিয়ান আইডল সিজন-৩ বিজয়ী তথা বিশিষ্ট গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের দেহ। সোমবার তাঁর মরদেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। উপস্থিত অনুরাগী ও সাধারণ মানুষের ভিড়ে বিমানবন্দরের পরিবেশ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ওঠে।

​গত রবিবার দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত তামাং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। সম্প্রতি তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক-২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই উত্তরবঙ্গ-সহ গোটা পাহাড়ে শোকের ছায়া নেমে আসে।

​এদিন বাগডোগরা বিমানবন্দরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন,

​দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত, ​জিটিএ প্রধান অনিত থাপা। ​দার্জিলিং-এর বিধায়ক নীরজ জিম্বা-সহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।

​সাংসদ রাজু বিস্ত গভীর শোক প্রকাশ করে বলেন, “প্রশান্ত তামাং-এর মৃত্যু কেবল, পাহাড়ের নয়, বরং গোটা দেশের এক অপূরণীয় ক্ষতি। তাঁর সুমধুর কণ্ঠস্বর একসময় গোর্খা সমাজকে এক সুতোয় গেঁথেছিল।”

প্রসঙ্গত, ​হিন্দি এবং নেপালি ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রশান্ত। ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল জয় করার পর তিনি হয়ে উঠেছিলেন পাহাড়ের প্রতিটি মানুষের অনুপ্রেরণা। সুরের জগৎ ছাড়াও অভিনয়ের জগতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। তাঁর এই অকাল প্রয়াণে সংগীত ও বিনোদন জগতে একটি বড় শূন্যতার সৃষ্টি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =