আইপ্যাক অফিসে ইডি-র অভিযানের বিরুদ্ধে সরব কপিল সিব্বল

নয়াদিল্লি : কলকাতায় আইপ্যাক অফিসে ইডি-র অভিযানের বিরুদ্ধে সরব প্রবীণ আইনজীবী তথা বর্ষীয়ান নেতা কপিল সিব্বল।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আজ সকালে খবরের কাগজ পড়তে গিয়ে আমার ২০০৪ থেকে ২০১৪ সালের ইউপিএ শাসনকালের কথা মনে পড়ে গেল। আজকের কাগজে যে ধরনের খবর দেখছি, গত দশ বছরে আমরা এমন খবর কখনও দেখিনি। আমরা ইডি-কে এতটা অবাধ ক্ষমতা দিইনি।”

কপিল সিব্বল বলেন, “আমরা আমাদের কূটনীতি ও পররাষ্ট্রনীতি অনুযায়ী অনেক পদক্ষেপ নিয়েছিলাম। আমরা কোনও রাজনৈতিক দল অথবা নেতাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত করিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =