আইপ্যাক-কাণ্ডে হাইকোর্টে মামলার অনুমতি মিলল ইডি-র

কলকাতা : আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ও সংস্থার দফতরে তল্লাশিতে বাধাদানের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের যে অনুমতি চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাতে অনুমতি মিলেছে।

ইডি-র অভিযোগ, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু বেআইনি ভাবে ফাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি জানানো হয়, যাতে অনুমতিও মেলে।

কেন্দ্রীয় সরকারের আইনজীবী, ডেপুটি সলিসিটর জেনারেল বিচারপতি ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সকাল থেকেই একাধিক জায়গায় তল্লাশি চলছিল। কিন্তু দেখা গিয়েছে, লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চলাকালীন বাধা দেওয়া হয় ইডি-কে। সেখান থেকে একাধিক নথি বের করে আনা হয়। জোর করেই বের করা হয় ওই নথি।

কলকাতা হাইকোর্ট অবিলম্বে এই ঘটনায় হস্তক্ষেপ করুক, উপযুক্ত নির্দেশ দিক, যাতে কেন্দ্রীয় সংস্থা কাজ করতে পারে, এই মর্মে আর্জি জানায় ইডি। তাতে অনুমতিও দেন বিচারপতি ঘোষ। মামলা সংক্রান্ত সব নথি নিয়ে আসতে বলেন। আইনি প্রক্রিয়া শুরু হলে, শুক্রবার এই মামলার বিচারপর্বও শুরু হতে পারে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 4 =