আড়াই কোটির চাকরির প্রস্তাব পেলেন আইআইটি হায়দরাবাদের পড়ুয়া

হায়দরাবাদ : বয়স একুশ। সেই ছেলেই পেয়েছেন বছরে ২.৫ কোটি টাকা প্যাকেজের চাকরির প্রস্তাব। হায়দরাবাদ আইআইটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র এডওয়ার্ড নাথান ভার্গিসকে ওই প্যকেজের চাকরির প্রস্তাব দিয়েছে নেদারল্যান্ডসের সংস্থা ‘অপটিভার’। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানের কোনও ছাত্র সর্বোচ্চ এই প্যাকেজের চাকরির প্রস্তাব পেলেন। এডওয়ার্ড এর জুলাই মাসে সফটওয়‍্যার ইঞ্জিনিয়ার হিসেবে ওই সংস্থায় যোগদান করার কথা।

এডওয়ার্ড হায়দরাবাদে জন্মগ্রহণ করেন, সেখানেই বেড়ে ওঠেন। পরে তিনি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বেঙ্গালুরুতে পড়াশোনা করেন। ২০২২ সালে তিনি জেইই মেইন-এ সর্বভারতীয় র‍্যাঙ্ক করেন ১১০০, জেইই অ্যাডভান্সড-এ সর্বভারতীয় র‍্যাঙ্ক করেন ৫৫৮। ২০২৫ সালে কমন অ্যাডমিশন টেস্টে (ক্যাট) তিনি ৯৯.৯৬ পার্সেন্টাইল স্কোর করেন এবং ১২০তম স্থান অধিকার করেন। তাঁর কথায়, আমি জানতাম আইআইটি ট্যাগ ক্যাম্পাসে বড় সংস্থাকে টানবে। প্রথম বর্ষ থেকেই আমি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যুক্ত ছিলাম এবং দেশের প্রথম ১০০ জনের মধ্যে ছিলাম। সেটাই ইন্টারভিউতে অনেকটা সাহায্য করেছে। পাশাপাশি, আইআইটি হায়দরাবাদের নমনীয় কারিকুলাম ও বিভিন্ন কোর্স নেওয়ার সুযোগকেও সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। উল্লেখযোগ্য, ভার্গিসের বাবা-মা দু’জনেই পেশায় ইঞ্জিনিয়ার।

এই সাফল্যের সঙ্গে সঙ্গে আইআইটি হায়দরাবাদের প্লেসমেন্ট পরিসংখ্যানেও বড় বদল এসেছে। চলতি বছরে আরও এক জন কম্পিউটার সায়েন্সের ছাত্র পেয়েছেন ১.১ কোটি টাকার প্যাকেজ। এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ প্যাকেজ ছিল প্রায় ১ কোটি টাকা। শুধু সর্বোচ্চ নয়, গড় প্যাকেজেও বড় লাফ। ২০২৪ সালে যেখানে গড় প্যাকেজ ছিল ২০.৮ লাখ টাকা, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬.২ লাখ টাকা, প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি। প্লেসমেন্টের প্রথম পর্যায়ে, যা ডিসেম্বরে শেষ হয়েছে, মোট ২৪টি আন্তর্জাতিক অফার পেয়েছেন ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =