বিহারের মাওবাদী নেতা দয়ানন্দ নিহত

বেগুসরাই : বিহারের বেগুসরাই জেলায় স্পেশাল টাস্ক ফোর্স ও পুলিশের যৌথ অভিযানে নিহত মাওবাদী নেতা দয়ানন্দ মালাকার ওরফে ছোটু। তিনি সংগঠনের উত্তর বিহার কেন্দ্রীয় জোনাল কমিটির সম্পাদক ছিলেন। তাঁর মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, অন্তত ১৪টি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন দয়ানন্দ। স্পেশাল টাস্ক ফোর্সের একটি সূত্রের খবর, বেগুসরাইয়ের তেঘরা এলাকায় দুই সঙ্গীর সঙ্গে লুকিয়ে ছিলেন দয়ানন্দ। পুলিকে দেখেই মাওবাদী নেতা ও তাঁর সঙ্গীরা গুলি ছুড়তে শুরু করেন। পাল্টা গুলি চালায় পুলিশও। দয়ানন্দকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর কাছে খবর আসে একদল মাওবাদী বেগুসরাইয়ে আশ্রয় নিয়েছেন। তার পরই সেখানে অভিযানে যায় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাওবাদী সদস্যেরা পালানোর চেষ্টা করেন। তখনই শুরু হয় সংঘর্ষ। এক পুলিশ আধিকারিকের দাবি, তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন মাওবাদীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন দয়ানন্দ। তাঁকে এবং তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। আহত অবস্থায় দয়ানন্দকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =