বৃহম্মুম্বই পুরনিগমের ভোটে একসঙ্গে লড়বেন উদ্ধব-রাজ

মুম্বই: বৃহম্মুম্বই পুরনিগমের আসন্ন ভোটে একসঙ্গে লড়বেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে। ২০ বছর পরে ফের একজোট হলেন দুই তুতো ভাই। আর তাঁরা জোট ঘোষণা করার পরে বিজেপির কটাক্ষ, ভোটে হারের ভয়ে দুই ‘রাজবংশ’ মিলে গিয়েছে। আগামী ১৫ জানুয়ারি বৃহম্মুম্বই পুরনিগমের ভোট।

তার আগে বুধবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করে জোট ঘোষণা করেছেন উদ্ধব ও রাজ। সাংবাদিক বৈঠকে তুতো ভাই রাজের পাশে বসেই উদ্ধব স্মরণ করিয়ে দিয়েছেন একতাই শক্তি। এই প্রসঙ্গে পুরনো একটি স্লোগান শোনা গিয়েছে প্রয়াত বালাসাহেব ঠাকরের পুত্রের গলায়। তিনি বলেন, “বটেঙ্গে তো কটেঙ্গে (আলাদা হলেই বিপদ)।” প্রত্যয়ের সুরে তাঁর সংযোজন, “মুম্বই আমাদের সঙ্গেই থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − ten =