কুয়াশা ও দূষণে বিপর্যস্ত দিল্লি, বিঘ্নিত বিমান পরিষেবা

নয়াদিল্লি : হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা আর বিষাক্ত ধুলোর চাদরে ঢাকা পড়েছে দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকা। দৃশ্যমানতা তলানিতে ঠেকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০-র বেশি বিমানের ওঠানামা বিঘ্নিত হয়েছে, বাতিল করা হয়েছে অন্তত ১০টি বিমান। চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আকাশপথের পাশাপাশি সড়কপথের অবস্থাও ভয়াবহ। হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলছে রাজপথগুলোতে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকালে দিল্লির গড় বায়ু গুণমান সূচক রেকর্ড করা হয়েছে ৪১৪, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের। আনন্দ বিহার ও মুন্ডকার মতো এলাকাগুলোতে পরিস্থিতি আরও আশঙ্কাজনক। গাজিয়াবাদ ও নয়ডাতেও দিনের আলোয় রাতের অন্ধকার নেমে এসেছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন পর্যন্ত এই দূষণ ও কুয়াশা কমার সম্ভাবনা নেই। তবে বুধবারের পর বাতাসের গতি বাড়লে পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে। আপাতত কুয়াশা আর দূষণের জোড়া ফলায় কার্যত গৃহবন্দি হওয়ার উপক্রম দিল্লিবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =