পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে দেখা যাবে গিলকে

টি,টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমান গিল। গোড়ালিতে চোট ছিল। কিন্তু জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার জানিয়ে দিয়েছেন, গিল রান পাচ্ছিলেন না। সেকারণেই তাঁর নাম আলোচনা করা হয়নি। টিম ইন্ডিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়ক তিনি। এশিয়া কাপে সহ,অধিনায়ক করে টি,টোয়েন্টি দলে ফেরানো হয়েছিল গিলকে। কিন্তু তারপর থেকে সেভাবে রান করতে পারেননি। আর তাই বাদ যেতে হয়েছে গিলকে। এদিকে, বিজয় হাজারে ট্রফির জন্য দল ঘোষণা করেছে পাঞ্জাব। সেই দলে রয়েছেন গিল।

তবে শুধু গিল নন, পাঞ্জাব দলে রয়েছেন অভিষেক শর্মা এবং অর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটার। ২৪ ডিসেম্বর, বুধবার মহারাষ্ট্রের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে পাঞ্জাব। তাঁরা ছাড়াও পাঞ্জাব দলে প্রভসিমরন সিং, আনমোলপ্রীত সিং, নমন ধীর, রমনদীপ সিং, হরপ্রীত ব্রার এবং সলিল অরোরার মতো খেলোয়াড়রা রয়েছেন। তবে অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি পাঞ্জাব।

১১ জানুয়ারি থেকে শুরু শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। আরনে বিজয় হাজারে ট্রফি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। ফলে সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন শুভমান, অভিষেকরা।

এটা ঘটনা, এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন ভারতের শুভমান গিল। এরপর থেকে টি,টোয়েন্টিতে ওপেন করতে নেমেছেন। কিন্তু তাঁর ব্যাটে রানের খরা। কোনও হাফসেঞ্চুরি করতে পারেননি। প্রোটিয়াদের বিরুদ্ধে টি,টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে তাঁর রান মাত্র ৩২। গড় ১০.৬৬। স্ট্রাইকরেট ১০৩.২২। কটকে ৪, মুল্লানপুরে শূন্য গিলকে চাপে ফেলে দিয়েছিল। ধরমশালায় ২৮ রান করে পুরনো ছন্দের আভাস দেখিয়েছিলেন মাত্র। কিন্তু তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। তবে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে বিজয় হাজারেতে দেখা যাবে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ককে। উল্লেখ্য, ২০১৬,১৭ সালে বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে তার লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভমানের।

বিজয় হাজারেতে পাঞ্জাব দলটা এরকম:‌ শুভমান গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিং, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), হারনুর পান্নু, আনমোলপ্রীত সিং, উদয় সাহারান, নমন ধীর, সলিল অরোরা (উইকেটরক্ষক), সানভীর সিং, রমনদীপ সিং, জশনপ্রীত সিং, গুরনুর ব্রার, হরপ্রীত ব্রার, রঘু শর্মা, কৃষ ভগত, গৌরব চৌধুরী, সুখদীপ বাজওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 11 =