আমেরিকায় মিউজিক কনসার্টে বন্দুকবাজের হামলায় নিহত নাবালক, জখম ৫ পুলিশ

মার্কিন মুলুকে (US) ফের বন্দুকবাজের দাপট। এবারের ঘটনাস্থল খাস ওয়াশিংটন ডিসি (Washington DC)। মিউজিক কনসার্টের অদূরে জনবহুল এলাকায় এলোপাথাড়ি গুলিতে জখম এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজন। পরে এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে খবর।


উত্তর ওয়াশিংটনের ইউ স্ট্রিট (U Street)। রবিবার সন্ধ্যায় এখানে জমজমাট মিউজিক কনসার্টের আসর বসে। স্থানীয় ভাষায় যা ‘মোচেলা’ বলে অধিক পরিচিত। তার কাছাকাছিই ভিড় জমেছিল। উৎসাহী জনতা গান শুনতে এসেছিলেন। আর সেই ভিড়ের মাঝে আচমকাই ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ। কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীও গুলিতে জখম হন। এছাড়া বেশ কয়েকজন সাধারণ মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
গোটা এলাকা ঘিরে ফেলে ওয়াশিংটন মেট্রোপলিটান পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, জখম বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক। এর মধ্যে এক কিশোরের মৃত্যুর খবর নিয়েও শোরগোল পড়ে যায়। জানা যাচ্ছে, ওই কিশোরের বয়স ১৫ বছর। মেট্রোপলিটান পুলিশ টুইটে জানিয়েছে, গুলিতে জখম পুলিশ আধিকারিকের চিকিৎসা চলছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে বন্দুকবাজের হদিশ মেলেনি এখনও। ভিড়ের মাঝে তাণ্ডব চালিয়ে সে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =