বাংলার পরিস্থিতির উপরে সতর্ক ভাবে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লি : ওপার বাংলার পরিস্থিতির উপরে সতর্ক ভাবে নজর রাখছে ভারত, রবিবার জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে দীপু দাসকে খুনের প্রতিবাদে শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে জড়ো হয়েছিলেন একদল যুবক এবং বিক্ষোভ দেখান তাঁরা। আর সেই বিষয়টিই অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যমে, জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে।

রণধীর জয়সওয়াল বলেন, এই ঘটনায় বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশের মধ্যে আমরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচারের বিষয়টি লক্ষ্য করেছি। সত্যিটা হলো, ২০-২৫ জন তরুণ গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে জড়ো হয়েছিলেন। তাঁরা ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদ করেন, স্লোগান দেন। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দাবিও জানানো হয়। দূতাবাসের মধ্যে জোর করে ঢোকার চেষ্টা করা হয়নি। পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনার ফুটেজ রয়েছে প্রকাশ্যে। ভারতে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়াদিল্লি বদ্ধপরিকর।

পাশাপাশি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির উপরে গভীর ভাবে নজর রাখছে ভারত। আমাদের আধিকারিকরা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় ভাবে যোগাযোগ রেখেছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে আমাদের গভীর উদ্বেগের বিষয়টি তাঁদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনার আবেদন জানাচ্ছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =