যুবভারতী-কাণ্ডে ধৃত আরও এক

কলকাতা : যুবভারতী ক্রীড়াঙ্গনে হাঙ্গামার ঘটনায় বেলেঘাটা থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই নিয়ে স্টেডিয়ামে হাঙ্গামার ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হল। সিসি ক্যামেরা এবং সমাজমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতকরণের কাজ চলছে। সেই সূত্রে আগেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর পরে শনিবার রাতে বেলেঘাটা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গত সপ্তাহের শনিবার দৃশ্যত তাণ্ডব চলে যুবভারতীতে। তাণ্ডবের কারণ চড়া দামে টিকিট কেটে এসেও মেসিকে দেখতে না-পাওয়া! ২০ মিনিট মাঠে ছিলেন মেসি, সুয়ারেজ, ডি’পলেরা। যে সময়টুকু মেসিরা স্টেডিয়ামে ছিলেন, পুরো সময়টাই তাঁদের ঘিরে একটি জটলা হয়ে ছিল। সেই জটলার মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। ওই জটলার কারণে গ্যালারি থেকে দর্শকেরা কেউই মেসিকে প্রায় দেখতেই পাননি। আর তার জেরেই মেসিরা স্টেডিয়াম ছাড়ার পরে জনতার রোষ আছড়ে পড়ে যুবভারতীতে।

অব্যবস্থার অভিযোগ তুলে গ্যালারিতে হোর্ডিং ছেঁড়া শুরু হয়। তার পরে শুরু হয় বোতলবৃষ্টি। গ্যালারি থেকে মাঠের দিকে একের পর এক বোতল উড়ে যেতে শুরু করে। গ্যালারির চেয়ার ভেঙে চলে তাণ্ডব। তার পরে মাঠের ফেন্সিং ভেঙে চতুর্দিক থেকে ক্রুদ্ধ জনতার ভিড় দখল নেয় মাঠের। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে বিধানগর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 18 =