স্কোয়াডে নেই !  তবুও চাইলেই বিজয় হাজারেতে মুম্বাই দলের হয়ে  খেলতে পারবেন রোহিত-যশস্বীরা

বিজয় হজারে ট্রফির জন্য মুম্বইয়ের রাজ্য দল ঘোষণা হলেও প্রথম দফায় চমকপ্রদ কিছু নাম অনুপস্থিত। ঘোষিত দলে নেই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবের মতো তারকা ক্রিকেটাররা। তবে এর মানে এই নয় যে তাঁরা প্রতিযোগিতায় খেলবেন না। মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ) তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে। চাইলেই, প্রস্তুত হলেই, এই তারকা ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করা হবে।
মুম্বই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শার্দূল ঠাকুর। নির্বাচক কমিটির প্রধান সঞ্জয় পাটিল ‘টাইমস অফ ইন্ডিয়া’কে জানিয়েছেন, দলের দরজা খোলা রয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য। তাঁর কথায়, “যখনই ওরা খেলার জন্য তৈরি থাকবে, তখনই দলে নেওয়া হবে। খেলার সুযোগ না পেলে শুধু নামের জন্য দলে রাখার কোনও মানে নেই। এতে তরুণ ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়।” শুক্রবার দল নির্বাচন করা হয়েছে। অর্থাৎ রোহিত বা যশস্বীরা যখনই জানাবেন যে তাঁরা মুম্বইয়ের হয়ে খেলতে চান, তখনই দলে জায়গা পাবেন।
যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে অবশ্য আপাতত কিছুটা অপেক্ষা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পেটের ব্যথায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তাঁর ওজন প্রায় দু’কেজি কমে গিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত সাত থেকে দশ দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। পাটিল স্পষ্ট করে বলেছেন, “চিকিৎসকদের ছাড়পত্র পেলেই যশস্বীকে দলে নেওয়া হবে।”
দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পর ভারতীয় দল আবার পরের মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে। জানুয়ারির ১১ তারিখ থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়। সেই সিরিজ়ের প্রস্তুতি হিসেবেই রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল বিজয় হজারে ট্রফিতে খেলতে আগ্রহী ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলে নিজেদের ছন্দে ফেরানোর পরিকল্পনাই ছিল তাঁদের।
এ দিকে, বিজয় হজারের প্রথম দিকের ম্যাচগুলিতে পাওয়া যাবে না অজিঙ্ক রাহানেকে। হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণে তিনি নিজেই কিছু ম্যাচ বিশ্রাম চেয়েছেন। পাটিল জানিয়েছেন, “ও সুস্থ হয়ে উঠতে চায়। দুটো ম্যাচের পর দলে যোগ দেবে।” সব মিলিয়ে, তারকা ও তরুণদের ভারসাম্য রেখে ধাপে ধাপে শক্তিশালী দল গড়ার পথেই হাঁটছে মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =