বল পায়ে ম্যাজিক দেখল হায়দরাবাদ

মেসি ফুটবল মাঠে। হায়দরাবাদে সেই দৃশ্যই দেখা গেল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবলে মেতে উঠলেন মেসিসুয়ারেজ ও দি’পল। রেবন্ত রেড্ডিকে বল ড্রপ করে দিলেন মেসি। অনভ্যস্ত পায়ে রেবন্ত রেড্ডি শট নিলেন। সেই শট ঠিক হল না। মেসি হেসে ফেললেন। নির্মল হাসি তাঁর। মেসিকে হাসতে দেখে ভুল শট নেওয়া রেবন্ত রেড্ডিও হেসে দিলেন। দূরে দাঁড়ানো রডরিগো দি পল ও সুয়েরাজও হাসছেন তখন। রেবন্ত রেড্ডি বল হাতে তুলে দিলেন মেসির। এলএম ১০ বল নিয়ে শট করে গ্যালারিতে পাঠালেন। উত্তাল হল গ্যালারি। ভেসে এল চিৎকার মেসি-মেসি। যে চিৎকার গোটা পৃথিবীর চেনা। অচেনা এক জায়গায় গেলেও সেই চেনা শব্দই শুনলেন আর্জেন্টাইন মহানায়ক

সবুজ রংয়ের টি শার্ট আর কালো ট্রাউজার পরা মেসি বাঁ পায়ে বল বশ মানাচ্ছেন। তাঁর ডানে ও বাঁয়ে দাঁড়ানো ছোট ছোট বাচ্চাদের ওয়ান টাচে বল বাড়াচ্ছেন। খুদে খেলোয়াড়রা কখনও মেসিকে আবার কখনও দি পল বা সুয়ারেজকে পাস দিচ্ছিলেন। প্রতিপক্ষ যতই কঠিন হোক, যতই শক্তিশালী হোক, এই পাসিং ফুটবল দিয়ে ইন্টার মায়ামিতে মালা গাঁথেন মেসি-দি’পল ও সুয়ারেজ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেও সেই পাস, পাস আর পাসই দেখা গেল। তিন তারকা ফুটবলারের সঙ্গে মাঠেই সাক্ষাৎ হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সংবর্ধনা দেওয়ার সময়ে মেসির সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুল গান্ধীকে

দর্শকদের উদ্দেশে মেসি বললেন, ”আমাকে ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভারতে আপনাদের সঙ্গে আমরা দারুণ সময় কাটাচ্ছি। এ আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আরও একবার।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =