শহরে আসা আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখতে সকালে যুবভারতী মুখী হয়েছিল ফুটবলপ্রেমী জনতা। এই স্বপ্নই সার হল কলকাতাবাসীর। শনিবারের যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। পুলিশের হাতে গ্রেফতার মূল উদ্য শতদ্রু দত্ত। মেসির গোট-কনসার্টে ভাঙচুর যুবভারতী স্টেডিয়াম। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও প্রিয় তারকা মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে উত্তাল হয়ে পড়ে যুবভারতীর গ্যালারি। মাঠে পড়ল বোতল। গ্যালারির গেট ভেঙে মাঠে ঢুকে পড়লেন দর্শকরা। ভিআইপি মন্ত্রী ও একাধিক নিরাপত্তারক্ষীদের ভিড়ে মেসিই ঢাকা পড়ে গেল!
মেসির সঙ্গে ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। এছাড়াও ছিলেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পল। মেসির চারপাশে অত্যধিক ভিড়ের কারণে ঢাকা পড়ে যান তিনি। গ্যালারি থাকা দর্শকরা তাই ঠিক করে দেখতেই পাননি। নির্দিষ্ট সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। আরও ক্ষোভে ফেটে পড়ে গ্যালারি। যুবভারতীর স্টেডিয়াম জুড়ে থাকা মেসির ছবি ব্যানার ছিঁড়ে দেন দর্শকরা। গ্যালারির সিট ভেঙে ফেলে মাঠে ঢুকে পড়ে উত্তা জনতা। পুলিশ ঢুকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবভারতী পৌঁছনোর আগেই মেসি সেখান থেকে বেরিয়ে যান।
মেসির সঙ্গে যুবভারতীতে ছিলেন শাহরুখ খান। বলিউডের কিং খান শুক্রবার রাতে পা রেখেছিলেন কলকাতায়। মেসিকে দেখার জন্য যুবভারতীর বিশৃঙ্খল পরিস্থিতিতে শাহরুখ খানকেও নিরাপত্তা বাড়াতে হয়। ঘটনার জেরে আঙুল উঠছে আয়োজককারীদের দিকে। এত টাকা খরচ করে সাধারণ মানুষেরাই বঞ্চিত হল।

