অপেক্ষার অবসান ঘটিয়ে রাত আড়াইটেয় শহরে মেসি

প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। শুক্রবার রাত আড়াইটে নাগাদ দমদম বিমানবন্দরে নামেন ফুটবলের ম্যাজিশিয়ান। ২০১১ সালের পর আবার ২০২৫। ১৪ বছর পর ফের কলকাতায় আর্জেন্টাইন তারকা। রাত ১২.৫০ মিনিটের প্রাইভেট জেটে আসার কথা ছিল মেসির। আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখেন। নীল ট্রাউজারের ওপর নীল ব্লেজার। ভেতরে গোল গলা সাদা টি-শার্ট। হাতে একটি কালো ছোট ব্যাগ। মুখে লেগে ট্রেডমার্ক লাজুক হাসি। ঘড়ির কাটায় তখন আড়াইটে‌ বেজে গিয়েছে। কিন্তু একগাল হাসি নিয়েই বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 8 =