ভারতের জার্সি গায়ে নেমে যেন সম্পূর্ণ অন্য রূপে ফুটে উঠলেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে শুক্রবার ১৪ বছরের এই প্রতিভাবান ব্যাটার তুলে ফেললেন দুর্র্ধষ সেঞ্চুরি। মাত্র ৫৬ বলেই শতরান পূর্ণ করে বৈভব বুঝিয়ে দিলেন, আন্তর্জাতিক মঞ্চে নিজের বয়স নয়, ব্যাটই তাঁর পরিচয়। বৈভব শেষ পর্যন্ত ১৭১ রানের দুর্র্ধষ সেঞ্চুরি। ১৪ বছর বয়সী এই বৈভব সূর্যবংশী ৯টি চার ও ১৪টি ছয়ের সুবাদে ৯৫ বলে ১৭১ রান করে আউট হন স্পিনার উদ্দীশ সুরির বলে। ২০০২ সালে আম্বাতি রায়ডুর ১৭৭ রানের রেকর্ড থেকে সূর্যবংশী ছয় রান পিছিয়ে পড়েন- যা যুব ওয়ানডেতে ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় আমিরশাহির অধিনায়ক ইয়ায়িন কিরণ রাই। ফলে প্রথমে ব্যাট করার সুযোগ পায় ভারত। উদ্বোধনী জুটিতে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক আয়ুষ মাত্রে (১১ বলে ৪), তবে অপর প্রান্তে একেবারে বিপরীত ছবি। চেনা মেজাজে জমিয়ে ‘েলতে থাকেন বৈভব। ধীরে ধীরে নিজের স্ট্রোক প্লে বাড়িয়ে ম্যাচের ছন্দ নিজের দ’লে নিয়ে নেন তিনি। শুরুতে ‘ানিক সাবধানী ছিলেন ঠিকই, কিন্তু একবার থিতু হয়ে গেলে বৈভবের ব্যাটে আগুনের ফুলকি। মাত্র ৫০ ওভারের ম্যাচ, কিন্তু বৈভবের রান তোলার গতি যেন মনে করিয়ে দিচ্ছিল টি-২০ ক্রিকেটকে। লাইন-লেন্থ নিয়ে প্রতিটি ‘ারাপ বলকেই শাস্তি দিয়েছেন তিনি। শক্তি, টাইমিং আর আত্মবিশ্বাস;তিনের দুর্দান্ত সমন্বয়ে গড়া এই সেঞ্চুরি যেন অনূর্ধ্ব-১৯ স্তরের জন্য এক সিনেম্যাটিক প্রদর্শনী। শতরান ছুঁতেই তাঁর আগ্রাসন আরও বেড়ে যায়। স্ট্রাইক রেট ত’ন ১৮৫-এরও বেশি, যা পরিষ্কার জানিয়ে দিচ্ছে তাঁর দাপট কতটা প্রবল। ভারতীয় ক্রিকেটে নতুন তারকার উত্থানের আভাস যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল দুবাইয়ের নীল আকাশের নীচে।

