পার্ক সার্কাসে সার্কাসের অনুমতির পরই শুরু আইনি টানাপোড়েন

কলকাতা : দশ বছর পর আবারও পার্ক সার্কাস ময়দানে সার্কাসের তাবু খাটানোর অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু সিদ্ধান্ত ঘোষণার পরই শুরু হয়েছে আইনি টানাপোড়েন।

শেষবার ২০১৪-র ডিসেম্বর মাসে হয়েছিল সার্কাস। পরে মা–এজেসি বোস উড়ালপুলের কাজের জন্য বন্ধ হয়ে যায় অনুমতি। দূষণকে কেন্দ্র করে জনস্বার্থ মামলাও ছিল। গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের এক প্রান্তে সার্কাস আয়োজনের ছাড়পত্র দেয় পুরসভা।

এক দশক পর সার্কাস ফেরার খবরে শোরগোল পড়তেই বিষয়টি পৌঁছে যায় আদালতে। শুক্রবার মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।

মামলাকারীর দাবি, পার্ক সার্কাস ময়দান দূষণ–সংবেদনশীল এলাকা। এর আগেও বইমেলা সরানোর পরিকল্পনা হতে এই ময়দান নিয়ে হয়েছিল বিতর্ক। ২০০৮ সালে হাইকোর্ট দূষণের কারণে বইমেলা সরে যাওয়ার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ— দূষণ পর্ষদের বিধি না মেনেই অনুমতি দিয়েছিল পুরসভা। একই যুক্তিতে এবার সার্কাস নয়— এমনই দাবি তুলেছেন মামলাকারী।

এদিন এজলাসে সার্কাস আয়োজনের অনুমতি দেওয়ার কথা স্বীকার করে কলকাতা পুরসভা। তবে অনুমতি দিতে গিয়ে দূষণবিধি মানা হয়েছে কি না—সে বিষয়ে এখনও স্পষ্ট নয়।

হাইকোর্ট এ দিন মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে নির্দেশ দেয়—মামলাকারীর সুনির্দিষ্ট দাবিগুলি কী, তা হলফনামায় জানাতে হবে। আগামী বুধবারের মধ্যে জমা দিতে হবে সেই হলফনামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =