রাস্তার বেহাল দশা, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ তুলল গ্রামবাসীরা

পিচের রাস্তা আছে ঠিকই, কিন্তু বৃষ্টিতে সেই রাস্তা রীতিমতো কাদা মাটিতে একাকার হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। আর এই রাস্তার বেহাল দশা তৈরির জন্য এলাকার মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকায়। ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাইপাস রোডের এক পাশে রয়েছে মাধাইপুর গ্রাম। বাইপাস রোড থেকে মাধাইপুর যাওয়ার অন্তত পাঁচ কিলোমিটার রাস্তার অধিকাংশই এখন কাদায় একাকার হয়ে রয়েছে। পাঁচ মিনিটের রাস্তায় মোটর বাইক সাইকেলে যেতে সময় লাগছে ৫০ মিনিট। তার মধ্যে দুর্ঘটনাও ঘটছে। পুরো পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন মাধাইপুর এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, মাধাইপুর এলাকায় রয়েছে রূপ সনাতন মন্দির। এই মন্দিরকে ঘিরে প্রায় প্রতিদিনই অসংখ্য ভক্তরা ভিড় করেন। এছাড়াও মাধাইপুর এলাকার বাসিন্দারা নিত্য কাজে প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু এখন পিচের রাস্তা থাকলেও সেই রাস্তায় বৃষ্টিতে কাদামাটিতে ভরে রয়েছে। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, রাস্তা নিয়ে আমাদের কোনো অভিযোগ ছিল না। কিন্তু এলাকায় জমি মাফিয়ারা বেআইনিভাবে মাটি কাটছে। ট্রাক্টরে মজুত থাকা মাটির অর্ধেক অংশ পাকা রাস্তা দিয়ে পড়তে পড়তে যাচ্ছে। তারপরই যখন বৃষ্টি হচ্ছে তখন সেই মাটি রাস্তাতে মিলেমিশে কাদায় ভরে যাচ্ছে। এখন বর্ষার মরশুম। যার কারণে পাকা পিচের রাস্তা থাকলেও দেখে বুঝে ওঠার উপায় নেই যে রাস্তা পিচের তৈরি রয়েছে। পুরাতন মালদা (Malda) পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি জানিয়েছেন, বিষয়টি উদ্বেগজনক। কোনওভাবেই এই বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। গ্রামবাসীরা দুর্ভোগে পড়বে আর কেউ কেউ বেআইনিভাবে ব্যবসা করে রাস্তার বেহাল পরিস্থিতি তৈরি করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =