বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুলিশের এএসআইয়ের

দক্ষিণ ২৪ পরগনা : কাজের শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস (৪৫)। বৃহস্পতিবার গভীর রাতে ভাঙড়ের বৈরামপুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার বাসিন্দা শাহাবুদ্দিন বর্তমানে ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে এএসআই হিসেবে কাজ করতেন। সেদিন দায়িত্ব শেষ করে বাইকে করে কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তিনি। রাস্তায় ঘন কুয়াশায় বৈরামপুরের কাছে আচমকাই পিছন দিক থেকে একটি ট্রাক তাঁর বাইককে ওভারটেক করার সময় ধাক্কা মারে। শাহাবুদ্দিন ছিটকে পড়েন রাস্তার উপর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের চাকা সরাসরি তাঁর কোমরের উপর দিয়ে চলে যায়। স্থানীয় মানুষজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সৈকত ঘোষ-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক। তাঁর সন্ধানে জোর তল্লাশি চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে ৷ সেটির ফরেনসিক পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =