কলকাতা : বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড। শুক্রবার হাসপাতালের মধ্যে অবস্থিত রান্নাঘরে আগুন লাগে।
প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরাই। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনের ব্যাপকতা কম ছিল। রোগী পরিষেবায় অগ্নিকাণ্ডের কোনও প্রভাব পড়েনি।
হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার হাসপাতালের মধ্যে অবস্থিত রান্নাঘরে আগুন লাগে। দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

