চিত্তুর : অন্ধ্রপ্রদেশের চিত্তুরে শুক্রবার ভোরে খাদে বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ৩৫ তীর্থযাত্রী চিত্তুর থেকে ওই বাসে চড়ে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, বাসটি খাদে গড়িয়ে পড়ায় ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। প্রথমে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন তাঁদের সাহায্য করতে। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালায়। প্রশাসনের তরফে জানানো হচ্ছে, এক চালক এবং বাসের কর্মী ছাড়াও এতে ৩৫ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজ চলছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু টুইট এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে এক্স মাধ্যমে জানান, “চিত্তুর জেলার আল্লুরি সীতারাম রাজুর কাছে যাত্রীবাহী একটি বেসরকারি বাসের দুর্ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা হৃদয়বিদারক।
আমি দুর্ঘটনার বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। আহতদের উন্নত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি। দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের পাশে সরকার দাঁড়াবে।”

