হুগলি: মর্মান্তিক ঘটনা হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলে। বাজ পড়ে একই সঙ্গে দুই শিশু কন্যার মৃত্যু। মৃত শিশু কন্যার নাম মৌমিতা প্রামাণিক (১০) এবং রণিতা পণ্ডিত (৪)। বাড়ি আরামবাগের মীরপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকালবেলা মাঠে মিরপারগ্রামে দু’জন বাচ্ছা মেয়ে খেলা করছিল। হঠাৎ করেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। শুরু হয় হাল্কা বৃষ্টি। হঠাৎ বজ্রাঘাত পড়ে। আর ব্রজাঘাতের বিকট শধে মাঠেই শিশু কন্যারা মাঠে লুটিয়ে পড়ে। স্থানীয় মানুষ ও পরিবারের লোকেরা মেয়ে দুটি বাইরে আছে জানতে পেরে মাঠে গিয়ে দেখে মাঠের মধ্যে দুই শিশু কন্যা লুটিয়ে পড়ে আছে। তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু কোনও সাড়া শধ না পেয়ে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে স্থানীয় মানুষ। ইতিমধ্যেই আরামবাগ থানায় স্থানীয় মানুষ খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা পরীক্ষা করে দু’জন শিশু কন্যাকেই মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌমিতা প্রামাণিকের বাড়ি কেশবপুর। সে মীরপাড়া গ্রামের মামার বাড়িতে থাকে। আর একজন রণিতা পণ্ডিতের বাড়ি মীরপাড়াতেই। তাঁর বাবা সুপ্রভাত পণ্ডিত। এই বিষয়ে বাজ পড়ে মৃত শিশুকন্যা দুটি আনতে যাওয়া গাড়ির চালক জানান, থানা থেকে খবর পেয়ে গৌরহাটি এক নম্বর অঞ্চলের মীরপাড়া গ্রামে গিয়েছিলাম। হাসপাতালে ভর্তি করি। ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। অপরদিকে স্থানীয় অঞ্চল প্রধান জানান, খুবই মর্মান্তিক ঘটনা। আমরা ওই পরিবারে পাশে আছি। সব রকমভাবে সহযোগিতা করব।