মেসির কলকাতার সফরসূচিতে বদল

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে যুবভারতীর বিভিন্ন স্ট্যান্ডের টিকিট। তবে হ্যাঁ, কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতেও যাবেন তিনি। ডিসেম্বরের ১৩ তারিখ কলকাতায় পা রাখবেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর সঙ্গে থাকবেন উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারেজ ও আর্জেন্টাইন তারিকা রদ্রিগো ডি’পল।

জানা গিয়েছে, এই ট্যুরে মেসিকে পরানো হতে পারে ধুতি ও পাঞ্জাবি। এ ছাড়াও একাধিক উপহারও থাকবে তাঁর জন্য। পাশাপাশি তাঁর স্ত্রী আন্তোনেল্লার জন্য উপহার দেওয়া হবে শাড়িও। জানা গিয়েছে মেসির জন্য থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও মিষ্টি দই।
১৩ ডিসেম্বর রাত ১টায় (১২ ডিসেম্বরে মধ্যরাতে) কলকাতায় অবতরণ করবে মেসির বিমান। সেই রাতে তিনি থাকবেন বাইপাসের ধারের একটি হোটেলে। ১৩ তারিখ সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে স্পনসরদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, এরপর বেলা ১১টা বেজে ১৫ মিনিট থেকে ১১টা বেজে ২৫ মিনিটের মধ্যে যুবভারতীতে পৌঁছাবেন তিনি। আর এর মাঝে অর্থাৎ, ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে ওই হোটেল থেকেই লেকটাউনে তাঁর যে ৭০ ফুটের বিরাট মূর্তি, তার উদ্বোধন করবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুজিত বসু সহ বেশ কিছু অতিথি।

৭০ ফুটের মূর্তি উন্মোচনের জন্য যুবভারতী থেকে লেকটাউনে যাওয়ার কথা ছিল মেসির। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছে পুলিশ। আর সেই কারণেই এই মূর্তি উন্মোচনের ব্যাপারটা হবে হোটেল থেকেই ভার্চুয়ালি।

এরপর মেসি যুবভারতীতে পৌঁছালে সেখানে নাচে-গানে স্বাগত জানানো হবে তাঁকে। রাজকীয় সংবর্ধনাও দেওয়া হবে মেসিকে। যুবভারতীতে এদিন অনুষ্ঠিত হবে মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচও। জানা গিয়েছে, এই দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও দেখা করবেন মেসিও।

যুবভারতীতে সকাল সাড়ে ১১টায় উপস্থিত হবে শাহরুখ খান। তারপর বেলা ১২টার আশেপাশে সেখানে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও মেসির সংবর্ধনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজকেও। সব শেষে একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি। ফলে, যুবভারতীর যে স্ট্যান্ডেই আপনি থাকুনও না কেন, মেসি দর্শন লেখা থাকছে আপনার কপালে। তারপর দুপুরে হায়দরাবাদের উদ্দেশ্য রওনা দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 5 =