শীত পড়তেই শুশুনিয়ায় পর্যটকদের ঢল

বাঁকুড়া : শীতের শুরুতেই বাঁকুড়া জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়ায় পর্যটকদের ভিড় বেড়ে গেছে। পাথরশিল্পী, দোকানদার ও স্থানীয়রা আশাবাদী, শীতকালে ভালো ব্যবসা হবে।

ইতিমধ্যেই শুশুনিয়ায় শুরু হয়েছে পাহাড়ে ওঠার প্রশিক্ষণ। রক ক্লাইম্বিং ইনস্টিটিউটের সঙ্গে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি আয়োজিত এই প্রশিক্ষণে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুবক-যুবতীরা অংশ নিচ্ছেন। কোর্সে শেখানো হচ্ছে দড়ি-নট বাঁধা, র‍্যাপেলিং, বেলেয়িং, ব্যালান্সসহ পাহাড়ে ওঠার মৌলিক থেকে উন্নত কৌশল। আধুনিক ক্লাইম্বিং সরঞ্জামের মাধ্যমে নিরাপত্তার দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। আয়োজকদের আশা, এই কোর্স নতুন প্রজন্মের দক্ষ ক্লাইম্বার গড়ে তুলবে।

অন্যদিকে শুশুনিয়ায় বেড়াতে আসছেন পর্যটকরাও। আসানসোল থেকে ১৭ জন বন্ধু এখানে এসেছেন, যারা প্রতিবছর শুশুনিয়ায় আসে। তারা পাহাড়ে ওঠার কৌশল প্রশিক্ষণ দেখতেও আগ্রহী।

স্থানীয় পাথরশিল্পীদের মতে, শীতের শুরু থেকেই পর্যটকের সংখ্যা ভালো, যা পাথরের সামগ্রী বিক্রিতে সহায়তা করবে। কিছু স্থানীয়রা পিকনিক দলের জন্য জোগাড় বা ফরমায়েশের কাজ করে রোজগার করেন। ভজু দাস ও মলয় রায় জানান, শীতকালে পর্যটক আসার কারণে এবারও রোজগার ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 5 =