কলকাতা: কিছুদিন আগেই শিম্পাঞ্জি বিভ্রাটে মাথায় চিন্তার ভাঁজ পড়েছিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। হঠাৎই সকলের চোখ এড়িয়ে খাঁচা থেকে বেরিয়ে যায় শিম্পাঞ্জি। এই ঘটনায় নিরাপত্তার কথা ভেবে খাঁচার গড়ন বদলের ভাবনা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের ।
আলিপুর চিড়িয়াখানার শিম্পাঞ্জি বুড়ি। প্রতিদিনই তাকে দেখতে কত লোক আসে। কিন্তু খাঁচাবন্দি জীবন কারই বা ভালো লাগে? তাই দিন ছয়েক আগেই শিম্পাঞ্জির খাঁচায় যখন খাবার দিতে এসেছিলেন কর্মীরা তখনই ফাঁক পেয়ে বেরিয়ে পড়ে বুড়ি। বাইরে এসে জল খায়, ঘোরাঘুরি করে। শিম্পাঞ্জি বেরিয়ে গেলেও অবশ্য বড় বিপদ ঘটেনি। দ্রুত তাকে খাঁচাবন্দি করা হয়। তবে সেটাই তার প্রথম বেরনো নয়। এর আগেও একবার খাঁচা থেকে বেরিয়ে এসেছিল বুড়ি। বিপদ এড়াতেই তাই নিরাপত্তায় কড়াকড়ির ভাবনা চিড়িয়াখান কর্তৃপক্ষের বলে সূত্রের খবর। শিম্পাঞ্জির ডেরার আশপাশে রয়েছে বিদ্যুতের তার। সেই তারে বিদ্যুতের মাত্রা বাড়ানোর ভাবনাচিন্তা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তার কথা ভেবে খাঁচার গড়ন বদলের ভাবনাও শুরু হয়েছে । আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে শিম্পাঞ্জির যে খাঁচা রয়েছে সেখানে একটি পাঁচিল রয়েছে যার উচ্চতা আরও বাড়ানো হব । আরও ৬.৩০ ফিট বাড়ানো হবে । এমনকি গ্রিল দিয়ে ঘেরা হবে বুড়ির খাঁচা।