কলকাতা : চাহিদা পূরণ এবং যাত্রীদের আরাম ও মর্যাদা বৃদ্ধি নিশ্চিত করতে পূর্ব রেলওয়ের শিয়ালদা বিভাগ শুক্রবার থেকে টয়লেটের সুবিধাসহ মেমু রেক দিয়ে দুটি যাত্রীবাহী লোকাল ট্রেন চালাবে।
৬৩১০১ কলকাতা – লালগোলা প্যাসেঞ্জার (কলকাতা থেকে দুপুর ২:১০ মিনিটে ছাড়বে) এবং ৬৩১০২ লালগোলা – কলকাতা প্যাসেঞ্জার (লালগোলা থেকে রাত ৮:৩৫ মিনিটে ছাড়বে) পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

