কলকাতা : গিরিশ পার্কে একটি বাড়িতে পাইলটের প্রশিক্ষণরত বছর ২০-র যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। দক্ষিণ আফ্রিকা থেকে ট্রেনিং সেরে ফেরার পরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, ওই যুবকের নাম সৌমাদিত্য কুন্ডু (২০)| তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সম্প্রতি ফিরেছিলেন কলকাতায়।
বুধবার বিকেলে মধু রায় লেনে অবস্থিত নিজের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তাঁদেরই গিরিশ পার্কে অবস্থিত অন্য একটি বাড়িতে যান সৌমাদিত্য। বৃহস্পতিবার সেখান থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা|

