নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় মোদী উল্লেখ করেন, বিজেপিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে নাড্ডার ভূমিকা প্রশংসনীয়।
মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “জে পি নাড্ডার জন্মদিনে শুভেচ্ছা। নম্র ও স্নেহশীল ব্যক্তিত্বের জন্য তিনি সর্বত্র সম্মানিত।”
প্রধানমন্ত্রী মোদী আরও উল্লেখ করেন, “নাড্ডা তাঁর সাংগঠনিক দক্ষতা এবং সুশাসনের প্রতি আবেগের জন্য পরিচিত। বিজেপিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়। ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য তাঁর প্রচেষ্টার পাশাপাশি রাসায়নিক ও সার ক্ষেত্রে আমাদের অগ্রগতিও সমানভাবে উল্লেখযোগ্য। ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।”

