কলকাতা : সোমবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
এদিন সকালেই মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এসআইআর-এর কাজের জন্য দিল্লির নিয়োগ করা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রতিনিধি দল। সেইসময়েই দফতরের বাইরে অবস্থান করা ‘বিএলও অধিকার রক্ষা’ কমিটির সদস্যরা তাঁদের দেখে চিৎকার করতে থাকেন। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়।
তৃণমূলপন্থী বিএলও-রা দফতরের সামনে ধাতব বাধা ধরে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। দাবি জানান, তাঁদেরও সিইও-র সঙ্গে দেখা করতে দিতে হবে। কিন্তু পুলিশ তাঁদের আটকায়, যেহেতু বিজেপির প্রতিনিধি দলের আগে থেকেই সময় নেওয়া ছিল, তাই পুলিশের তরফে জানানো হয়, একই সময় দু’পক্ষকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষরা দফতরের ভিতরে ঢুকে গেলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ স্লোগান আর পাল্টা স্লোগানের ছবি দেখা যায়।
ইতিমধ্যেই সিইও-র সঙ্গে বৈঠক শুরু হয় বিজেপির প্রতিনিধি দলের। কিন্তু বাইরে উত্তেজনা ক্রমশ বাড়তেই থাকে। এই পরিস্থিতিতে সিইও দফতরের বাইরে জড়ো হন বিজেপি আরও নেতা-কর্মীরা। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। দীর্ঘক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকে।

