নয়াদিল্লি : সোমবার সকাল থেকে শুরু হয়েছে সংসদের শীতলকালীন অধিবেশন। কিন্তু বিরোধীদের হট্টগোলের জেরে প্রথম দিনেই বিঘ্নিত হল লোকসভার অধিবেশন। গোলমালের জেরে এ দিন প্রথমে বেলা ১২টা পর্যন্ত এবং পরে দুপুর ২টো পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল লোকসভার অধিবেশন। পরে সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন। ফের অধিবেশন বসবে মঙ্গলবার সকাল ১১টায়।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে প্রথম থেকেই আলোচনার দাবি জানিয়ে আসছেন বিরোধী দলগুলির সাংসদেরা। এ দিন অধিবেশন শুরু পর থেকেই তাঁরা এসআইআরের বিষয়টি নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন। ওয়েলে নেমে অনেক সাংসদই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এর পরেই প্রথমে বেলা ১২টা পর্যন্ত এবং পরে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন। এ দিন সকালেই অবশ্য ব্যাঘাত না ঘটিয়ে সংসদের অধিবেশন চালানোর জন্য বিরোধীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

