নয়াদিল্লি : দিল্লিতে বিস্ফোরণ মামলায় তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার উত্তর প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর-সহ দেশের ৮টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। দিল্লি বিস্ফোরণের তদন্তে কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।
সোমবার সকাল থেকে উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
সূত্রের খবর, মৌলবী ইরফান আহমেগ ওয়েগে, ডক্টর আদিল, ডক্টর মুজাম্মিল এবং আমির রশিদের বাড়ি-সহ ১০ জায়গায় তল্লাশি চলছে। শোপিয়ানের নাদিগাম, চাঁদগাম, মালাঙ্গপোরা এবং পুলওয়ামার সামবুরায় এনআইএ-র তদন্তকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে অভিযানে নেমেছেন। উত্তর প্রদেশের লখনউতেও চলছে তল্লাশি।

