সঞ্জয় সেনের নেতৃত্বে জোরকদমে চলছে বাংলার সন্তোষের ট্রায়াল

ঋতিকা চক্রবর্তী: বৃহস্পতিবার থেকে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে শুরু হয়েছে সন্তোষ ট্রফির জন্য বাংলার ট্রায়াল। গতবারের চ্যাম্পিয়ন বাংলার দায়িত্বে এবারও কোচ সঞ্জয় সেন। ট্রায়ালের প্রথম তিনদিন মূলত প্রথম ডিভিশন ও জেলার দলগুলি থেকে ফুটবলাররা থাকবেন। প্রথম দিন মোট ৪৫ জন ফুটবলার ট্রায়ালে এসেছিল। দ্বিতীয় দিন আরও ২৩ জন ফুটবলার যুক্ত হয়েছে সেই তালিকায়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত মহামেডান মাঠেই ট্রায়াল চলবে। আগামী ৩০ নভেম্বর থেকে ট্রায়ালে যোগ দেবেন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ফুটবলাররা।

আগামী ৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বের খেলা শুরু হতে চলেছে। মূল পর্বের খেলা আগামী ১ থেকে ২০ জানুয়ারির মধ্যে অসমে হওয়ার কথা। বাংলা গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ কেরালা সরাসরি মূল পর্বে খেলবে। তবে প্রথম ডিভিশনের ক্লাব ও জেলা মিলিয়ে পাঁচজন করে মোট ৮৫ জন ফুটবলারের তালিকা ছিল আইএফএ -এর কাছে। তার মধ্যে থেকে প্রথম দিন মাত্র ৪৫ জন ট্রায়ালে এসেছে। যা নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারলেন না কোচ সঞ্জয় সেন। ট্রায়াল শেষে তিনি বলেন, “আজ রিপোর্ট করেছে ৪৫ জন। ৮৫ জনের মধ্যে মাত্র ৪৫ জন এসেছে। কী কারণে আসেনি আমি ঠিক জানিনা, তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থাকবে। আমরা বাংলার ফুটবল, ভারতীয় ফুটবল নিয়ে কথা বলি, এই দিকটা ভাবার বিষয়। তবে আমার দিন থেকে কোনও সমস্যা নেই। ফুটবলাররা অনেকটা গেম টাইম পেয়েছে আজ নিজেকে প্রমাণ করার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =