ঘোষিত ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ! দলে বৈভব, অধিনায়ক আয়ুষ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১২ ডিসেম্বর দুবাইয়ে পর্দা উঠবে এশিয়ার উঠতি ক্রিকেটারদের লড়াইয়ের। সেই প্রতিযোগিতাকে সামনে রেখেই ১৫ সদস্যের ভারতীয় দল নির্বাচিত হয়েছে। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে আয়ুষ মাত্রেকে এবং তাঁর সহকারী হিসেবে থাকবেন বিহান মালহোত্রা।

দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন প্রতিভাবান জুনিয়র ক্রিকেটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফির দু’টি ম্যাচে ব্যর্থ হলেও বৈভব সূর্যবংশীর প্রতি নির্বাচকদের আস্থা অটুট। তাঁকে রাখা হয়েছে দলে, যা নির্বাচকদের আত্মবিশ্বাসের স্পষ্ট বহিঃপ্রকাশ। আরও বড় চমক ১৪ বছর বয়সি এক ব্যাটারের অন্তর্ভুক্তি। খুব অল্প বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে ভারতের এই তরুণ ক্রিকেট প্রতিভা। এশিয়া কাপের সূচি অনুযায়ী প্রথম দিনই একটি যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তবে আসল উত্তেজনা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে। গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান।

১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই। দুই দেশের সিনিয়র দলের মতোই জুনিয়র স্তরেও ভারত-পাকিস্তান ম্যাচ প্রতিবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গ্রুপে ভারতের তৃতীয় ম্যাচ ১৬ ডিসেম্বর, প্রতিপক্ষ আরেকটি যোগ্যতা অর্জনকারী দল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং একটি যোগ্যতা অর্জনকারী দল। প্রতিযোগিতা হবে এক দিনের (৫০ ওভারের) ফরম্যাটে।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ দলগুলো সেমিফাইনালে উঠবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর দুবাইতেই। পুরো এশিয়া এখন তাকিয়ে ভারতের তরুণ ক্রিকেটারদের দিকে—তাঁরা চাপে কতটা খেলা ধরে রাখতে পারেন এবং ট্রফি জয়ের পথে কতটা এগোতে পারেন, সেটাই দেখার অপেক্ষা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে লক্ষ্য করে ভারতের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে এবং দল আত্মবিশ্বাসে ভরপুর। তরুণ ক্রিকেটারদের দক্ষতা, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তাই নির্ধারণ করবে এই অভিযানের সাফল্য।ভারতের

অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), যুবরাজ গোহিল, কণিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল প্যাটেল, কিশন কুমার সিংহ, উদ্ধব মোহন এবং অ্যারন জর্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =