উডুপি : উডুপির শ্রীকৃষ্ণ মঠে লক্ষ-কণ্ঠ গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে ‘‘নতুন ভারত’’–এর শক্তি ও সংকল্পের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের সুদর্শন চক্র যে শত্রুকে ধ্বংস করে দিতে পারে, অপারেশন সিঁদুরে আমরা তা দেখেছি।
তিনি বলেন, ভারতের “সুদর্শন চক্র” শত্রুর যেকোনও আক্রমণ ধ্বংস করার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী বলেন, ভগবদগীতার বার্তা কেবল আধ্যাত্মিকই নয় বরং দেশ গঠন ও মানব কল্যাণের জন্যও শাশ্বত নির্দেশ দেয়। তিনি বলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা থেকে বোঝা যায় যে শান্তি ও সত্য প্রতিষ্ঠার জন্য কখনও কখনও অত্যাচারীদের ধ্বংস প্রয়োজন। আজকের ভারতের নিরাপত্তা নীতিতেও এই অনুভূতি প্রতিফলিত হয়েছে। যেখানে ‘বসুধৈব কুটুম্বকম’ এর সঙ্গে ‘ধর্মো রক্ষতি রক্ষিতঃ’ মন্ত্রও সমানভাবে গুরুত্বপূর্ণ।
শুক্রবার কর্ণাটকের উডুপিতে শ্রীকৃষ্ণ মঠে আয়োজিত লক্ষ কণ্ঠ গীতা পরায়ণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, ভারত বিশ্বে শান্তি ও করুণার বার্তা ছড়িয়ে দেয়, কিন্তু যখন দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়, তখন দেশ দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করে না।
প্রধানমন্ত্রীর অভিযোগ, আগে এমন সন্ত্রাস হানার পরে সরকার প্রায় কিছুই করত না। কিন্তু এ হল নতুন ভারত। যে ভারত কখনও চাপের কাছে মাথা নত করেনা, নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে এক পা পিছিয়েও যায় না।

