নয়াদিল্লি : কৌতুকশিল্পী কপিল শর্মার কানাডার ক্যাফের বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বন্ধু মান সিং। সে গোল্ডি ধিঁলো দুষ্কৃতী দলের সদস্য।
এ বছর জুলাই থেকে অক্টোবরের মধ্যে তিন বার ওই ক্যাফের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও কেউ জখম হননি, তবে আতঙ্ক ছড়ায়। পুলিশ জানিয়েছে, ১০ জুলাই প্রথম বারের হামলায় হামলাকারীকে অস্ত্র এবং গাড়ির জোগান দিয়েছিল সে।
গাড়িটিকে চিহ্নিত করেছে কানাডা পুলিশ। হামলার পরে আগস্ট মাসে সে পালিয়ে আসে। সম্প্রতি দিল্লিতে এক অস্ত্র পাচারকারী ধরা পড়ে। তাকে জেরা করে বন্ধু মান সিং-এর খোঁজ পায় পুলিশ। তার থেকে একটি চিনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

