জাকার্তা : বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬ মাত্রা। যদিও ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, এদিন ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
বুধবার থেকে ঘূর্ণিঝড় সেনিয়ারের জেরে হড়পা ও ধসে বিধ্বস্ত ইন্দোনেশিয়া। উত্তর সুমাত্রা প্রদেশে হড়পার জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৮ জন। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অনেকে। অবিরাম বৃষ্টিপাতের ফলে ধসে গিয়েছে রাস্তাঘাট। যে কারণে উদ্ধারকাজ চালিয়ে যেতে সমস্যা হচ্ছে। জলের তলে ডুবে রয়েছে বহু বাড়িঘর। মধ্য তাপানুলিতে ভূমিধসের জেরে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। জলে ডুবে রয়েছে প্রায় ২ হাজার বাড়ি। দক্ষিণ তাপানুলিতে গাছ ভেঙে ৮ জনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলের ২,৮০০ জনেরও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের কাছে অবস্থিত ইন্দোনেশিয়া। সেকারণে দেশটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। তবে হড়পা, ধসের মাঝেই এই শক্তিশালী ভূমিকম্পের জেরে উদ্ধারকাজে সমস্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

